নাপাকির উপর পড়ে যাওয়া কাপড়ে নামায আদায়

ফতোয়া আর্কাইভপবিত্রতা২৩ আগস্ট, ২১

প্রশ্ন

আসসালামু আলাইকুম, একদা আমি জুতা পরে খাটে উঠছিলাম, তখন জুতার পানি নিচে লাগা ছিলো তখন আমার নামাজের পোশাক নিচে পরে যায়,আমি তা নওয়েই নামাজ পরি কেননা আমি ভাবছিলাম যে নিচের পানি এক দেরহাম এর মতই হবে।আর জুতার পানওতে তো স্পষ্ট করে মাপাকি ছিলোনা আর সপ পানি ফোটা ফোটা ছিলো।শায়খ,আমার নাৃাজ আর ধারনা কি সহিহ।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নোক্ত বর্ণনামতে আপনার নামাজ সহিহ হয়ে গেছে। কারণ, আপনার বর্ণনা মতে নাপাকি স্পষ্ট না। اليقين لا يزول بالشك (আল আশবাহ ওয়ান নাযায়ের)

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

লিখা: মুফতি আব্দুর রহমান আব্দে রাব্বি

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ আগস্ট, ২১