নবীজী c কার উপর দরূদ পড়েন

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস১৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা তো নবীর উপর দুরুদ পড়ি কিন্তু নবী কার উপর দুরুদ পড়েন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দরূদকে আরবীতে সালাত বলা হয়। সালাত শব্দের একাধিক অর্থ এসেছে কুরআন ও হাদীসে। এক আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন- اقيموا الصلاة তথা সালাত কায়েম কর। আরেক আয়াতে বলেছেন-إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ • নিশ্চয় আল্লাহ তায়ালা এবং ফেরেস্তারা নবীজীর উপর সালাত পড়ে। এই আয়াতের শেষাংশে এসেছে-يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا • হে মুমিনরা তোমরাও তাঁর উপর সালাত পড় এবং তাঁকে সালাম জানাও। -সূরা আহযাব-৫৬ এই সকল স্থানে লক্ষ্য করুন- “সালাত” শব্দটির দিকে। তিনটি স্থানে সালাত এসেছে। এই তিন স্থানের সালাত শব্দের ৪টি অর্থ। প্রথম অংশে সালাত দ্বারা উদ্দেশ্য হল “নামায”অর্থাৎ আল্লাহ তায়ালা আমাদের নির্দেশ দিলেন যে, তোমরা নামায কায়েম কর। -সূরা বাকারা-৪৩ আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তায়ালা ও তার ফেরেস্তারা নবীজী c এর উপর সালাত পড়েন মানে হল-আল্লাহ তায়ালা নবীজী c এর উপর রহমত পাঠান, আর ফেরেস্তারা নবীজী c এর উপর সালাত পড়েন, মানে হল, ফেরেস্তাগণ রাসূল c এর জন্য মাগফিরাতের দুআ করেন। আর তৃতীয় আয়াতাংশে “সালাত” দ্বারা উদ্দেশ্য হল উম্মতরা যেন নবীজী c এর উপর দরূদ পাঠ করেন। الكليات معجم في المصطلحات والفروق اللغوية ـ لأيوب بن موسى الحسيني القريمي الكفوي • সালাত সম্পর্কিত উপরোক্ত আলোচনা বুঝে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন, রাসূল c কার উপর সালাত পড়ছেন? নিশ্চয় নিজের উপরই দরূদ পড়েন। কারণ, রাসূল c নামাযে যখন দরূদ শরীফে পড়ছেন- اللَّهُمَّ صَلَّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ • অনুবাদ- হে আল্লাহ! তুমি মুহাম্মদ c এর উপর এবং তার পরিবারবর্গের উপর রহমত পাঠাও, যেমনিভাবে ইবরাহীম এর উপর রহমাত পাঠিয়েছো। আর মুহাম্মদ c এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল কর, যেমন হযরত ইবরাহীম এর উপর বরকত নাজিল করেছিলে। নিশ্চয় এবার বিষয়টি পরিস্কার হয়েছে যে, রাসূল c দরূদ পড়লে কোন সমস্যা নেই। রাসূল c নিজের উপর আল্লাহ তাআলা যেন রহমাত বর্ষন করেন, সেই দুআ তিনি দরূদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে করে থাকেন। তাই রাসূল c কার উপর দরূদ পড়েন? এমন প্রশ্ন করাটার আর যৌক্তিকতা বাকি থাকে না।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ এপ্রিল, ২১