নবীজী c এর পেশাব পায়খানা পবিত্র হওয়া সম্পর্কে শায়েখ জাকারিয়া i কি ভুল তথ্য দিয়েছেন

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসপবিত্রতা২০ এপ্রিল, ২২

প্রশ্ন

হযরত শায়েখ জাকারিয়া i ফাজায়েলে আমলে লিখেছেন যে, রাসূল c এর প্রস্রাব পায়খানা পবিত্র। অথচ একথাটি কিছুতেই ঠিক হতে পারে না। কারণ প্রস্রাব পায়খানা নাপাক। তাই তিনি একটি ভুল বক্তব্য তার কিতাবে এনেছেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জমহুর তথা অধিকাংশ আলেমদের মত হল রাসূল c এর “ফুযালা” তথা উচ্ছিষ্ট (প্রস্রাব পায়খানা) পবিত্র।

মুফতীয়ে হিন্দ মুহাম্মদ কেফায়াতুল্লাহ দেহলবী i বলেনঃ

শাফেয়ীদের মাঝে কতিপয় মুহাক্কিকীন রাসূল c এর প্রস্রাব পায়খানাকে পবিত্র বলে মত দিয়েছেন। হানাফী আলেমগন এটাকে নকল করার পর নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। আর কতিপয় সাহাবী ও মহিলা সাহাবী কর্তৃক রাসূল c এর প্রস্রাব না জেনে পান করার পর রাসূল c তা শুনে তাদের দুআ দিয়েছেন। তাদের তিরস্কার বা ভর্ৎসনা করেননি। যা তার প্রস্রাব পবিত্র হওয়ার দলীল। -কেফায়াতুল মুফতী-১/৯১ নিম্ন বর্ণিত আলেমগণ এ মত পোষণ করে থাকেন যথা-

1. হাফেজ ইবনে হাজার আসকালানী i - ফাতহুল বারী-১/২৭২।

২- আল্লামা বদরুদ্দীন আইনী i , উমদাতুল কারী-১/৩৫।

৩- ইমাম নববী i ,শরহে মুহাজ্জাব-১/২৩৪।

৪- মোল্লা আলী কারী i , জমউল ওসায়েল শুরুস শামায়েল-২/২।

৫- হাফেজ জালালুদ্দীন সুয়ুতী i , খাসায়েলে কুবরা-১/৭১।

৬- আল্লামা ইবনে আবেদীন শামী i , ফাতাওয়ায়ে শামী-১/৩১৮।

৭- নিহায়াতুল মুহতাজ প্রণেতা-১/২৪২।

৮-মুগনিয়ুল মুহতাজ-১/৭৯।

৯-শায়েখ মুহাম্মদ আব্দুল হক মুহাদ্দেসে দেহলবী, মাদারেজুন নবুওত-১/৪৩।

প্রমুখ। নিম্ন বর্ণিত ওলামায়ে দেওবন্দও এ মতের প্রবক্তা যথা-

১- হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী i - নশরুততীব-১৩৫।

২- মুফতী আজীজুর রহমান সাহেব i , ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-১/৮৫, ২১১।

৩- শাইখুল হাদীস মাওলানা জাকারিয়া i , ফাজায়েলে আমল উর্দু-১৮৮।

৪- মাওলানা ইউসুফ বিন্নুরী i , মাআরেফুস সুনান-১/৯৮।

৫- মাওলানা মুহাম্মদ ইউসুফ লুধিয়ানবী i , আপকে মাসায়েল আওর উনকা হল-৯/১৩৩। লুৎফুর রহমান ফরায়েজী

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ এপ্রিল, ২২

সম্পর্কিত ফতোয়া