নবীজী c -এর জন্মের সময় দেখা নূর

মাসিক আল কাউসারসিরাত ও ইতিহাস৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক আলেম বলেছেন, নবীজী c -এর জন্মের সময় তাঁর মাতা স্বপ্নে একটি নূর দেখেছেন, বাস্তবে কোনো নূর দেখেননি। আরেকজন আলেম বলেছেন, নবীজীর জন্মের সময় বাস্তবেই নবীজীর মাতা নূর দেখেছেন। কার কথা সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নবী c -এর জন্মের সময় তার মাতা নূর দেখেছেন এ কথাই সঠিক। মুসনাদে আহমদ, সুনানে দারেমীসহ অনেক কিতাবে নির্ভরযোগ্য সূত্রে তা বর্ণিত হয়েছে।

হযরত উতবা ইবনে আবদুস সুলামী e থেকে বর্ণিত, নবী c বলেন, তাঁর মাতা বলেছেন যে, আমার ভূমিষ্ট হওয়ার সময় তিনি এমন একটি নূর দেখেছেন, যাদ্দারা সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল।

সুতরাং নবীজীর জন্মের সময় তাঁর মাতা নূর দেখেননি-একথা ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসনাদে আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ১৮৪
  • সুনানে দারেমী, খন্ড: , পৃষ্ঠা: ২৫০
  • দালাইলুন নুবুওয়াহ, বাইহাকী, খন্ড: , পৃষ্ঠা:
  • মাজমাউয যাওয়াইদ, খন্ড: , পৃষ্ঠা: ৪০৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১