নফল নামাযে সিজদায় বাংলায় দু‘আ করা জায়িয কি-না?

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

নফল নামাযে সিজদায় বাংলায় দু‘আ করা জায়িয কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের ভিতরে কুরআন-হাদীসে বর্ণিত আরবী ভাষার দু‘আ ব্যতীত অন্য ভাষায় দু‘আ পড়া জায়িয হবে না, বরং মাকরূহ হবে। কাজেই কেউ এ রকম করে থাকলে তার নামায পুনরায় পড়া ওয়াজিব। তবে নামাযের পর মুনাজাত যে কোন ভাষায় করা জায়িয আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩২
  • المختار, খন্ড: , পৃষ্ঠা: ৫২১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১