নফল নামাজ বসে পড়ার হুকুম

মাসিক আল কাউসারনামায২৭ ফেব, ২১

প্রশ্ন

নফল নামায বসে পড়ার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নফল নামায কোনো ওজর ছাড়াও বসে পড়া জায়েয। তবে বসে পড়লে দাঁড়িয়ে পড়ার তুলনায় অর্ধেক সওয়াব হবে। হাদীস শরীফে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস e থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এতে দাঁড়িয়ে নামায পড়ার তুলনায় অর্ধেক সওয়াব হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২২১
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪০০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৬২
  • মুসনাদে আহমাদ, হাদীস নং: ৬,৮৮৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১