নতুন জামা ক্রয় করে এনে ধুয়ে পরিধান করা জরুরী

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসপবিত্রতা১৭ মে, ২১

প্রশ্ন

নতুন জামা পরার হুকুম কি? ধুয়ে পরতে হবে,নাকি না ধুয়ে পরা যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি কোন নাপাকী দেখা না যায়, আর নাপাকী থাকে বলে জানা না যায়, তাহলে সন্দেহের বশে উক্ত কাপড়কে নাপাক সাব্যস্ত করা হবে না। যদি কোন নাপাক দেখা যায়, বা উক্ত কাপড়ে নাপাক আছে মর্মে জানা থাকে, তাহলেই কেবল উক্ত কাপড়কে নাপাক বলা হবে। বাকি ধুয়ে পরিধান করাই উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الأشباه والنظائر, খন্ড: , পৃষ্ঠা: ১৮৩
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ১৫১
  • التاتارخانية, খন্ড: , পৃষ্ঠা: ১৪৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১