ধনাঢ্য ব্যাক্তির ছেলেকে যাকাত দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৫ ডিসেম্বর, ২৩

প্রশ্ন

আমার বড় ভাই একজন ধনাঢ্য ব্যক্তি। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। বড় ভাইয়ের এক ছেলে এসএসসি পাশ করার পর খালেছ দ্বীনী-শিক্ষার উদ্দেশ্যে মাদরাসায় ভর্তি হয়েছে। এতে আমার বড় ভাই সম্মত হননি। একারণে তিনি ঐ ছেলের লেখা-পড়ার খরচ দেন না। আর এ ব্যাপারে তিনি খুবই কট্টর। এহেন পরিস্থিতিতে আমি কি তাকে যাকাতের টাকা দিতে পারব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছেলেটি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে আপনি আপনার ঐ ভাতিজাকে যাকাত দিতে পারবেন। কেননা ভাতিজাকে যাকাত দেওয়া জায়েয। বরং হাদীসের ভাষ্য অনুযায়ী আপনি এক্ষেত্রে দ্বিগুণ সওয়াব পাবেন। ছদকার সওয়াব এবং আত্মীয়তার হক আদায়ের সওয়াব। উপরন্তু ইলমে দ্বীনের একজন শিক্ষার্থীকে সহযোগীতা করার সওয়াবও পাবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২১৩
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৬২
  • মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৮
  • আলহাবিল কুদসী, খন্ড: , পৃষ্ঠা: ২৯৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ ডিসেম্বর, ২৩