দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে পড়া সূরার আগের সূরা পড়া

মাসিক আল কাউসারনামায১৫ মার্চ, ২১

প্রশ্ন

তারাবীর দুই রাকাত নামাযের প্রথম রাকাতে যে পৃষ্ঠা থেকে পড়া হয়েছে দ্বিতীয় রাকাতে কি তার পূর্বের পৃষ্ঠা থেকে পড়া যাবে? যেমন-কেউ প্রথম রাকাতে কোনো পারার তৃতীয় পৃষ্ঠা পড়ল। দ্বিতীয় রাকাতে চতুর্থ পৃষ্ঠা পড়ার পূর্বে প্রথম পৃষ্ঠার ছুটে যাওয়া একটি আয়াত পড়ে নিল। তারতীবের এ সামান্য ত্রুটির কারণে কি নামাযে কোনো সমস্যা হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তারাবীর নামাযে এভাবে পেছন থেকে পড়ার অবকাশ আছে। এতে নামাযের ক্ষতি হবে না। খতম পুরা করার জন্য ছুটে যাওয়া আয়াত এভাবে পড়া যেতে পারে। তবে ছুটে যাওয়া আয়াত পড়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষার জন্য পরবর্তী আয়াতগুলো পড়ে নেওয়া ভালো।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৮
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৭
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮
  • শরহুল মুনইয়্যাহ, পৃষ্ঠা: ৪৯৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩৮
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১