দূরগামী ড্রাইভারের কসর

মাসিক আল কাউসারনামায২৬ ফেব, ২১

প্রশ্ন

আমি একজন ড্রাইভার। ঢাকায় থাকি। কিন্তু দৈনিক গাড়ি নিয়ে চট্টগ্রাম আসা-যাওয়া করতে হয়। সেখানে নামায কসর পড়ব না পূর্ণ পড়ব? উল্লেখ্য, সেখানে আমার থাকার নির্ধারিত স্থান নেই। হোটেলে থাকি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

চট্টগ্রাম সফরকালে পথিমধ্যে আপনি মুসাফির গণ্য হবেন। আর গন্তব্যস্থলে পৌঁছে এক এলাকায় ১৫ দিন বা তার বেশি অবস্থানের নিয়ত না থাকলে সেখানেও মুসাফির হিসাবে নামায কসর করবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা:
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৩০
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯৭
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১