দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র মর্মের হাদীসটি কি সঠিক

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ১০ মে, ২১

প্রশ্ন

"দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।" এই হাদীস নাকি জাল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

الدُّنْيَا مَزْرَعَةُ الآخِرَةِ দুনিয়া আখেরতের শষ্যক্ষেত্র। উক্ত শব্দে হাদীসটি আসলেই জাল ও বানোয়াট।

মুহাদ্দিসীনে কেরামগণের উক্তি–

১. আল্লামা সাগানী i বলেন, হাদীসটি জাল। -মওজুআতুস সাগানী-৬৪

২. আল্লামা সুবকী i বলেন, আমি এর কোন সনদ পাইনি। -তাবকাতে শাফিয়িয়্যাহ কুবরা-৩/৩৫৬

৩. আল্লামা ইরাকী i বলেন, এ শব্দে আমি কোন মারফু হাদীস পাইনি। -তাখরীজুল ইহয়া-৪/২৪

৪. আল্লামা সাখাবী i বলেন, আমি এর ভিত্তি পাইনি। -আলমাকাসিদুল হাসানাহ, নং-২৬০

৫. মোল্লা আলী কারী i বলেন, কেউ কেউ বলেন এর কোন ভিত্তি নেই, বা এটি বানোয়াট। -আলআসরারুল মারফুআ, নং-২০৬

৬. আল্লামা যারকানী i বলেন, আমি এরূপ হাদীস সম্পর্কে জানি না। -মুখতাসারুল মাকাসিদ, নং-৪৬৭

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১০ মে, ২১