দুধ ভাইয়ের বোনকে বিবাহ করা

মাসিক আল কাউসারবিবাহ-তালাক২৭ ফেব, ২১

প্রশ্ন

নাঈম আমার খালাতো ভাই। আমার আম্মু অসুস্থ থাকার কারণে ছোটকালে দীর্ঘদিন আমি এই খালার দুধ পান করেছি। এখন  নাঈম আমার আপন ছোট বোনকে বিয়ে করতে চায়। তার জন্য কি আমার ছোট বোনকে বিয়ে করা বৈধ হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, নাঈমের জন্য আপনার ছোট বোনকে বিবাহ করা জায়েয। কেননা আপনি নাঈমের মায়ের দুধ পান করার কারণে আপনার বোনের সাথে নাঈমের দুধ সম্পর্ক হয়নি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪০০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২২৭
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১