দুই সিজদার মাঝে দু‘আ পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

ফরয নামাযে দুই সিজাদার মাঝখানে  যে দু‘আটি পড়া হয়,  اللهم اغفرلى وارحمنى واهدنى وارزقنى وعافنى – তা পড়া কিরুপ ? না পড়লে কোন ক্ষতি আছে কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নে বর্ণিত দু‘আটি হাদীসের কিতাবে বর্ণিত আছে । রাসূল c উক্ত দু‘আটি দুই সিজদার মাঝে পড়তেন । দুই সিজদার মাঝে উক্ত দু‘আটি পড়া মুস্তাহাব । পড়লে সওয়াব হবে । না পড়লে কোন ক্ষতি নেই । উল্লেখ্য, উক্ত দু‘আটি শুধু ফরয নামাযেই নয়, প্রত্যেক নামাযের দুই সিজদার মাঝে পড়া মুস্তাহাব ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইবনে মাজা শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৬৪
  • তিরমিযী শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৬৩
  • ই’লাউল সুনান, পৃষ্ঠা: ৩৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১