দারুল উলুম দেওবন্দ সম্পর্কে মিথ্যাচারঃ মাযহাব ভিন্ন হলে পরস্পর বিবাহ শুদ্ধ নয়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসআকীদা২০ এপ্রিল, ২২

প্রশ্ন

হুজুর ভিন্ন মাজহাবের অনুসারী ছেলে মেয়ের মাঝে বিবাহের ব্যাপারে শরীয়তে কোন বাঁধা আসে কি? এ ব্যাপারে জেনেছি যে দারুল উলুম দাওবন্দের অনলাইনে ফতওয়া প্রচারিত আসে যে ভিন্ন মাজহাবের অনুসারী ছেলে মেয়ের মাঝে বিবাহ নিষিদ্ধ। এ ব্যাপারে দয়া করে আপনাদের মতামত জানাবেন। জাজাকাল্লাহ।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাযহাব মানে পথ। যদিও মাযহাব তথা পথ চারটি কিন্তু মঞ্জিল একই। তথা জান্নাত। সুতরাং এক মাযহাবের অনুসারীর জন্য অন্য মাযহাবের অনুসারীকে বিয়ে করতে পারবে না, এমন কথা অযৌক্তিক ও অহেতুক বক্তব্য ছাড়া আর কিছু নেই। সব কিছুই এক সকল মাযহাবের। শুধু কিছু শাখাগত মাসায়েলে মতভেদ। এ মতভেদতো সাহাবায়ে কেরামের মাঝেই ছিল। ছিল তাবেয়ীদের মাঝেও। ছিল তাবে তাবেয়ীদের মাঝে। সুতরাং এরকম শাখাগত মাসায়েরে মতভেদ হওয়ার দ্বারা কেউ অমুসলিম হয়ে যায় না। আর সকল মাযহাবের অনুসারীই আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী। সেই সাথে সবাই হকের উপর প্রতিষ্ঠিত। সবাই সুন্নতে নববীর উপর প্রতিষ্ঠিত। সেখানে পরস্পরে বিয়ে নাজায়েজ মনে করার মানেই হয় না। মাযহাব ভিন্ন হওয়ায় বিবাহ বৈধ নয় এমন কথা কোন মাযহাবের ফিক্বহের গ্রন্থেই লিখা নেই। দারুল উলুম দেওবন্দের ফাতওয়াও এমন নেই যে, মাযহাব ভিন্ন হলে তার সাথে বিবাহ জায়েজ নয়। এটি দারুল উলুম দেওবন্দ সম্পর্কে একটি পরিস্কার মিথ্যাচার ছাড়া কিছু নয়। চার মাযহাবের যেকোন মাযহাবের অনুসারীর সাথে বিবাহ করা সম্পূর্ণ শুদ্ধ। এতে কোন সন্দেহ নেই।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ এপ্রিল, ২২