দাফনকার্য সম্পন্ন করার পর কবরের পাশে কিছু সময় অবস্থান করা

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক১৫ ডিসেম্বর, ২৩

প্রশ্ন

এক আলেম বলেছেন, দাফনের পর দেড় দুই ঘণ্টা কবরের পাশে থাকলে ভালো। এতে মায়্যিতের প্রশ্নোক্তর পর্ব সহজ হয়। এটা কি ঠিক? দলীলসহ জানালে খুবই ভাল হত।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দাফনকার্য সম্পন্ন করার পর কবরের পাশে কিছু সময় অবস্থান করা এবং মৃতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং সাওয়াল জাওয়াবে দৃঢ় থাকার দুআ করার বিষয়টি হাদীস দ্বারা প্রমাণিত। সুনানে আবু দাউদের এক বর্ণনায় এসেছে, হযরত উসমান e বলেন-

كَانَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ، فَقَالَ: اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ بِالتّثْبِيتِ، فَإِنّهُ الْآنَ يُسْأَلُ.

রাসূলুল্লাহ c দাফনকার্য সম্পন্ন করার পর কবরের পাশে কিছু সময় অবস্থান করতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সাওয়াল-জাওয়াবের দৃঢ় থাকার দুআ কর। কেননা এখন সে জিজ্ঞাসিত হবে। -সুনানে আবু দাউদ, হাদীস ৩২১৩

অতএব দাফনের পর কবরের পাশে কিছুক্ষণ সময় অপেক্ষা করে দুআ ও ইস্তেগফার করা হাদীস দ্বারা প্রমাণিত। তবে নির্দিষ্টভাবে দেড়-দুই ঘণ্টা অপেক্ষা করার কথা বলা ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আসসুনানুল, পৃষ্ঠা: NaN
  • বাইহাকী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬
  • আলজাওহারাতুন নাইয়িরা, খন্ড: , পৃষ্ঠা: ১৪১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৩৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬
  • আলমাজমূ শরহুল মুহাযযাব, খন্ড: , পৃষ্ঠা: ২৬০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ ডিসেম্বর, ২৩