দাদা থাকা অবস্থায় বাবা মারা গেলে সম্পদে নাতীর অংশীদারিত্ব

মাসিক আল কাউসারহেবা-ফারায়েজ২৩ মার্চ, ২১

প্রশ্ন

১৯৬১ সালে রচিত পারিবারিক আইনে দাদা থাকা অবস্থায় বাবা মারা গেলে নাতী চাচাদের সাথে সম্পত্তি পাবে। প্রশ্ন হল সরকারী এ আইনের বলে নাতীর জন্য সম্পত্তি দাবি করা বৈধ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মোটেই না। তবে ওয়ারিশগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যদি কিছু দেয় তবে তা নেওয়া জায়েয হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আসসিরাজী ফিলমিরাছ, পৃষ্ঠা: ২২
  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৯৯৭
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭৭৪
  • সূরা: নিসা, আয়াত:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ মার্চ, ২১