দাজ্জালের আবির্ভাব

মাসিক আল কাউসারআকীদা১৩ মার্চ, ২১

প্রশ্ন

শুনেছি, কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের আবির্ভাব হবে তখন সে গোটা পৃথিবী চষে বেড়াবে। শুধু মক্কা-মদীনায় যেতে পারবে না। এ সম্পর্কিত কোনো হাদীস থাকলে তা সবিস্তারে জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত কথাটি সঠিক। দাজ্জাল মক্কা মুকাররমা এবং মদীনা মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত দীর্ঘ হাদীসে তা বিদ্যমান রয়েছে।

হযরত আনাস e থেকে বর্ণিত, রাসূলুল্লাহ c ইরশাদ করেন, এমন কোনো ভূখণ্ড নেই, যা দাজ্জালের পদভারে মথিত হবে না। তবে মক্কা ও মদীনায় সে প্রবেশ করতে পারবে না। সে কোনো দিক দিয়ে মদীনায় যাওয়ার সুযোগ পাবে না। যেদিকেই যাবে সেদিকেই ফেরেশতাগণকে সারিবদ্ধভাবে মদীনার হেফাযতে প্রহরারত থাকবেন। এরপর মদীনা তার অধিবাসীসহ তিনবার প্রকম্বিত হবে। যার মাধ্যমে আল্লাহ তাআলা মদীনা থেকে সকল কাফের এবং মুনাফিককে বের করে দিবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাযাইলুল মদীনা, খন্ড: , পৃষ্ঠা: ২৫৩
  • মাজমাউয যাওয়াইদ, খন্ড: , পৃষ্ঠা: ৬৬০
  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ২৫৩
  • সহীহ বুখারী, হাদীস নং: ৭,১২৪
  • সহীহ মুসলিম, হাদীস নং: ২,৯৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১