দাঁড়িবিহীন সাবালকের ইমামতী

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমি এক মসজিদের মুয়াযযিন। আমার বয়স ১৮ বৎসর। ইমাম সাহেব মাঝে মধ্যে অনুপস্থিত থাকলে আমাকে নামায পড়াতে হয়। কিন্তু কিছু সংখ্যক মুসল্লী আমার পিছনে নামায পড়তে রাযী নন। তাদের অভিযোগ হল আমি ছোট, আমার দাড়ী উঠে নাই। আর ইমামের জন্য ১২ হাজার হাদীস জানা থাকা জরুরী, আমার তা নেই। এখন প্রশ্ন হল, এমতাবস্থায় আমার পিছনে নামায হবে কি-না এবং তাদের বক্তব্য সঠিক কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শরী‘আতের দৃষ্টিতে পুরুষ ছেলে ১২ বৎসরের পর যখনই তার স্বপ্নদোষ হবে সে বালেগ গণ্য হয়ে যাবে। শরী‘আতের সমস্ত হুকুম তার উপর অর্পিত হবে। তখন সূরা-কিরাআত ও মাসআলা-মাসাইল জানা থাকলে সে ইমামতী করতে পারবে। এতে শরী‘আতের কোন বাধা নেই। অবশ্য ১২ বৎসরের পর স্বপ্নদোষ না হলে সে বালেগ গণ্য হবে না। কিন্তু তার বয়স ১৫ বৎসর হয়ে গেলে তখন আর কোন আলামতের প্রয়োজন নেই স্বপ্নদোষ হোক আর নাই হোক, সে বালেগ বলে গণ্য হবে এবং সে ইমামতী করতে পারবে।

আপনার বয়স যেহেতু ১৮ বৎসর, তাই আপনার জন্য ইমামতী করতে বয়সের দিক দিয়ে কোন বাধা নেই। নামায ও ইমামতীর জরুরী মাসআলা-মাসাইল জানা থাকলে ইমামতী করতে পারবেন। ইমামতীর জন্য দাঁড়ি থাকা জরূরী কোন বিষয় নয়। তদ্রুপ নামাযের ইমাম হতে হলে ১২ হাজার হাদীস জানা থাকতে হবে, শরী‘আতে এরূপ কথার কোন ভিত্তি নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১১৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৫০
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১