দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে করণীয়

মাসিক আল কাউসারনামায১ মার্চ, ২১

প্রশ্ন

আমার আম্মার দাঁড়িয়ে নামায পড়ার শক্তি নেই। তবে বসে নামায আদায় করতে পারেন। তাঁর জন্য বসে ফরয নামায আদায় করা সহীহ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, দাঁড়িয়ে আদায় করা সম্ভব না হলে ফরয নামাযও বসে আদায় করা জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১৫০
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৬
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১১২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১