তেলাওয়াতের সময় নবীজী c -এর নাম এলে দুরুদ পড়ার হুকুম

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

তেলাওয়াতের সময় নবীজী c -এর নাম এলে তেলাওয়াত বন্ধ করে দরূদ পড়া উচিত নাকি তেলাওয়াত শেষ করে দরূদ পড়া উচিত? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরআন মজীদের আয়াতে রাসূলুল্লাহ c -এর নাম এলে তৎক্ষণাৎ তেলাওয়াতকারী ও শ্রবণকারী কারো উপর দরূদ পড়া ওয়াজিব নয়। এক্ষেত্রে তেলাওয়াত চালিয়ে যাওয়াই নিয়ম। তবে তেলাওয়াত শেষে দরূদ পড়ে নেওয়া উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫১৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১৬
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৫১০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১