তায়াম্মুমে দুইবার মাটিতে হাত মারার কোন দলীল আছে কি?

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসপবিত্রতা১৭ মে, ২১

প্রশ্ন

তায়াম্মুমের ব্যাপারে দুইবার হাত মারার কোন সহীহ বর্ণনা আছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তায়াম্মুমে দুইবার হাত মারা عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّيَمُّمُ ضَرْبَتَانِ ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ» • হযরত ইবনে উমর e থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল c ইরশাদ করেছেন, তায়াম্মুম দুই জরব তথা দুইবার হাত মারা। একবার চেহারার জন্য, আরেকবার দুই হাত কনুই পর্যন্তের জন্য। -আলমুজামুল কাবীর, হাদীস নং-১৩৩৬৬; সুনানে দারা কুতনী, হাদীস নং-৬৮৫; মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-৬৩৪; সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৯৯৭; মারেফাতুস সুনান ওয়াল আসার, হাদীস নং-১৫৫৪; কানযুল উম্মাল, হাদীস নং-২৬৬৮৮ আল্লামা জারুল্লাহ সাদী, বলেন, হাদীসটি সহীহ। -আননাওয়াফেউল আতরাহ-১১০

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التَّيَمُّمُ ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْكَفَّيْنِ • হযরত আবু উমামা e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন, তায়াম্মুমে চেহারার জন্য একবার মাটিতে হাত মারবে, আর দুই হাতের জন্য আরেকবার হাত মারবে। -আলমুজামুল কাবীর, হাদীস নং-৭৯৫৯; কানযুল উম্মাল, হাদীস নং-২৬৬৯২

عَنْ جَابِرٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” التَّيَمُّمُ: ضَرْبَةٌ لِلْوَجْهِ , وَضَرْبَةٌ لِلذِّرَاعَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ • হযরত জাবের e থেকে বর্নিত। রাসূল c ইরশাদ করেছেন, তায়াম্মুমে একবার চেহারার জন্য, আরেকবার দুই হাত কনুই পর্যন্তের জন্য মাটিতে হাত মারবে। -সুনানে দারা কুতনী, হাদীস নং-৬৯১; সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৯৯৯

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১