তাহিয়্যাতুল অজু এবং তাহিয়্যাতুল মসজিদ সংক্রান্ত মাসআলা

মাসিক আল কাউসারনামায১ মার্চ, ২১

প্রশ্ন

ক. অনেক সময় ঘরে সুন্নত দু’ রাকাত পড়ি। এভাবে তাহিয়াতুল অযু দু’ রাকাত ঘরেই পড়ব কি না?

খ. সুন্নত পড়ে মসজিদে গিয়ে দু’ রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ব কি না? জামাতের সময় এখন ৮-১০ মিনিট বাকি আছে। নাকি বসে দুআ, দুরূদ পড়ব?

গ. মসজিদে ঢুকে যে দু’ রাকাত নামায পড়ার কথা বলা আছে ফজরের সময় তার হুকুম কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফজরের সময় হওয়ার পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের সুন্নত ব্যতিত যে কোনো নফল নামায পড়া মাকরূহ। চাই তা ঘরে পড়া হোক কিংবা মসজিদে। অতএব ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর তাহিয়াতুল অযু বা দুখুলুল মসজিদ পড়বে না। এ সময় তাসবীহ-তাহলীল, দরূদ শরীফ ইত্যাদি পড়বে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ১৮১
  • হেদায়া (ফাতহুল কাদীর), খন্ড: , পৃষ্ঠা: ২৩৮
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৪০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১