তাশাহহুদের স্থলে সূরা ফাতেহা পড়া

মাসিক আল কাউসারনামায১ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি যোহরের নামাযের শেষ বৈঠকে তাশাহহুদের স্থলে ভুলবশত সূরা ফাতিহা পড়ে ফেলে। পরে মনে হলে তাশাহহুদ, দরূদ ও দুআ পড়ে সাহু সিজদা ছাড়া নামায শেষ করে। তার নামায কি আদায় হয়েছে? নাকি পুনরায় পড়তে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত ভুলের কারণে তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। যেহেতু তা করা হয়নি তাই নামাযটি পুনরায় পড়ে নেওয়া জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩১৩
  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ২৯৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩০৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১