তালাকের অধিকার না জেনে নিজের উপর তালাক নেওয়া

ফতোয়া আর্কাইভবিবাহ-তালাক২৩ আগস্ট, ২১

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর, আমার সামি আমাকে কাবিননামাই যে তালাকের অধিকার দিয়েছেন সেটা আমি ও আমার সামি আমারা কেউই জানিনা কারন বিয়ের সময় কাবিনামা পড়ে শুনানো হয়নি।এ জন্য আমি যে তালাকের অধিকার পেয়েছি আমি নিজেও জানিনা আর আমার সামি যে আমাকে তালাকের অধিকার দিয়েছে আমার সামি ও জানেনা।আমি ২বছর আগে মনে মনে তালাক গ্রহনের কথা বলে ফেলি তবে মুখে কোন শব্দ করে বলিনি উচ্চারন করিনি এবং তখন আমি জানতাম যে আমার সামি আমাকে অধিকার দেয়নি এবং আমি অধিকার পাইনি তাহলে আমার কথার মাধ্যমে কিছুই হবেনা। কিন্তু এতদিন পরে জানলাম যে আমাকে কাবিননামাই অধিকার দিয়েছে যেটা আমি জানতাম না।

অতএব না জেনে নিজের উপর তালাক নিলে কি তালাক হয়ে যাবে?এবং সেটা মনে মনে মুখে কোন শব্দ না করে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত বর্ণনামতে আপনি যেহেতু মনে মনে তালাক নিয়েছেন, মুখে কোন শব্দ উচ্চারণ করেননি। তাই আপনার উপর কোন তালাক পতিত হয়নি। তবে যদি আপনি মনে মনে তালাক নেওয়ার সাথে সাথে মুখে উচ্চারণ করেন তাহলে তালাক হয়ে যাবে।

মাগনি শায়খ ইবনে কুদামা : وجملة ذلك أن الطلاق لا يقع إلا بلفظ، فلو نواه بقلبه من غير تلفظ لم يقع في قول عامة أهل العلم

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

লিখা: মুফতি আব্দুর রহমান আব্দে রাব্বি

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ আগস্ট, ২১