তারাবীহের নামাযে কুরআন খতম করা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

রমাযান মাসে তারাবীহ নামাযে কুরআন শরীফ খতম করা কোন ধরনের সুন্নত?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রমাযান মাসে তারাবীহের জামা‘আতে পবিত্র কুরআন শরীফ খতম করা সুন্নাতে মুআক্কাদাহ আলাল কিফায়া।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫
  • দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ২৪৭
  • ফাতাওয়া রশীদিয়া, পৃষ্ঠা: ৩৯৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১