তারাবীহের নামাযে কিরা‘আত পড়ার মুস্তাহাব তরীকা কি?

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

তারাবীহের নামাযে সূরায়ে ফাতিহা মিলিয়ে পড়বে না কিভাবে পড়বে? এবং উভয় রাকা‘আত কিরাআতের ব্যাপারে সমান রাখবে না ছোট বড় করা যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তারাবীহের নামাযে অন্যান্য মুস্তাহাবের ন্যায় সূরায়ে ফাতিহা মুস্তাহাব তরীকায় আদায় করা উচিত। অর্থাৎ সাত আয়াত সাত শ্বাসেই পড়বে। কেননা তারাবীহের নামাযেও তাড়াহুরা করা, আঊজুবিল্লাহ, বিসমিল্লাহ বর্জন করা, স্থিরতা রক্ষা না করা মাকরুহ। সে হিসেবে সূরায়ে ফাতিহা মিলিয়ে না পড়ে ধীরস্থির ভাবে সাত শ্বাসেই পড়া উত্তম।

তারাবীহের নামাযেও উভয় রাকা‘আত সমান রাখা মুস্তাহাব। অবশ্য মাঝে মধ্যে এর ব্যতিক্রম হওয়ায় কোন অসুবিধা নেই। তবে এরুপ অভ্যাসে পরিণত করা মুস্তাহাবের খেলাফ হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯২
  • মাহমূদিয়া, খন্ড: ১৪, পৃষ্ঠা: ২০১
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫২৩
  • ফাতাওয়ায়ে দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ২৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১