তারাবির নামাজে নাবালেগের ইমামতি

মাসিক আল কাউসারনামায২৫ মার্চ, ২১

প্রশ্ন

রমযান মাসে তারাবীর নামায নাবালেগ হাফেযের পিছনে পড়া জায়েয আছে কি? যদি না থাকে তাহলে যে নামাযগুলো নাবালেগ হাফেযের পিছনে পড়া হয়েছে তা কি কাযা করতে হবে কি? গত রমযানে আমাদের দুই হাফেযের একজন নাবালেগ ছিল।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তারাবীর নামাযেও নাবালেগের পিছনে বালেগের ইকতিদা সহীহ নয়। অবশ্য তারাবীর যেহেতু কাযা নেই তাই বিগত দিনের তারাবী কাযা করতে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ২০৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৯
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৪৬
  • হাশিয়া তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ২৮৮
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১