তারাবির কিছু অংশ বেতেরের পরে পড়া

মাসিক আল কাউসারনামায২৬ ফেব, ২১

প্রশ্ন

আমার কয়েক রাকাত তারাবীর নামায ছুটে যায়। ছুটে যাওয়া রাকাতগুলি ইমামের সাথে বিতর আদায়ের পর পড়ে নিয়েছি। কিন্তু আমার জানা নেই যে, ছুটে যাওয়া তারাবীর নামাযগুলো বিতরের আগে পড়তে হয় না পরে পড়তে হয়। সুতরাং আমার জানার বিষয় হল, আমার নামায সহীহ হয়েছে কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত অবস্থায় বিতর নামায জামাতে পড়ার পর ছুটে যাওয়া তারাবী পড়া নিয়মসম্মতই হয়েছে এবং পরবর্তী তারাবীগুলোও সহীহ হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী যদিও বিতর নামায তারাবীর পরে পড়াই উত্তম; কিন্তু এক্ষেত্রে জামাতের সাথে বিতর পড়ার স্বার্থে তারাবির বাকি অংশ বিতরের পরে পড়ে নেওয়া ঠিকই হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫১
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩৫
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা:
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১