তাকবীরে তাশরীক তিন বার পড়া জরুরী কি-না?

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২২ ফেব, ২১

প্রশ্ন

তাকবীরে তাশরীক একবার পড়া ওয়াজিব, একবারের বেশী পড়া নিয়ম বহির্ভূত। অথচ আমাদের মসজিদে তিন বার পড়ে এবং বলে-৩ বার পড়া সুন্নাত মুয়াক্কাদাহ। এখন আমরা কোনটা পালন করবো ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাকবীরে তাশরীক মূলতঃ একবার পড়া ওয়াজিব। একাধিক বার পড়া ওয়াজিব নয়। তিনবার পড়া ওয়াজিব বা সুন্নাত এটা কোথাও উল্লেখ নেই। বেশী থেকে বেশী কেউ কেউ তিন বার পড়াকে মুস্তাহাব বলেছেন। তবে আল্লামা শামী স্বীয় গ্রন্থ ফাতাওয়া শামীতে বর্ণনা করেন যে, তাকবীরে তাশরীক একবার থেকে বেশী বলা সুন্নাতের পরিপন্থী। হযরত থানবী i তিন বার বলার অভিমতকে দুর্বল বলেছেন এজন্য ফাতাওয়া দারুল উলূমে উল্লেখ করা হয়েছে-

“তাকবীরে তাশরীক একবার পাঠ করাই উত্তম”। সুতরাং এ সমস্ত স্পষ্ট দলীল প্রমাণাদি থাকার পরও কেউ যদি বলে-3 বার পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ তাহলে সেটা দ্বীন শরীয়ত সম্পর্কে অজ্ঞতা বৈ আর কি হতে পারে?

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৫২
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২০৩
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭১১
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১