তাওয়াফের মধ্যবর্তী এক চক্করে ইসতিলাম করা ছেড়ে দিলে করণীয়

মাসিক আল কাউসারহজ্জ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি তাওয়াফের মধ্যবর্তী এক চক্করে ইসতিলাম করা ছেড়ে দেয়। জানার বিষয় হল, তার তাওয়াফ সহীহ হয়েছে কি না? সহীহ হলেও তার উপর কোনো দম বা সদকা ওয়াজিব হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ওই ব্যক্তির তাওয়াফ আদায় হয়ে গেছে। দম বা সদকা কিছুই ওয়াজিব হয়নি। কারণ তাওয়াফের শুরু এবং শেষে ইসতিলাম করা সুন্নত। আর মধ্যবর্তী চক্করসমূহের শুরুতে ইসতিলাম মুস্তাহাব। মুস্তাহাব ছেড়ে দেওয়ার কারণে দম বা সদকা কোনো কিছু ওয়াজিব হয় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১১৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৯৬
  • মানাসিক, পৃষ্ঠা: ১৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১