তাওয়াফের ওয়াজিব নামাজ সায়ীর পর পড়া

মাসিক আল কাউসারহজ্জ১৩ মার্চ, ২১

প্রশ্ন

উমরা পালন করার সময় তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায তওয়াফের পর পর না পড়ে সায়ীর পর পড়লে দম ওয়াজিব হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায মাকরূহ ওয়াক্ত না হলে তাওয়াফের পর পরই পড়া সুন্নত। রাসূলুল্লাহ c -এর আমল এমনই ছিল। বিনা ওজরে উক্ত দুই রাকাতকে বিলম্বে পড়া বা সায়ীর পর পড়া সুন্নত পরিপন্থী। তবে এ কারণে দম ওয়াজিব হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ২২০
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮
  • ইলাউস সুনান, খন্ড: ১০, পৃষ্ঠা: NaN
  • মানাসিক, মোল্লা আলী কারী, পৃষ্ঠা: ১৫৫
  • আলকুরা লিকাছিদি উম্মিল কুরা, পৃষ্ঠা: ৩৫৫
  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১১৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১