তাওয়াফে যিয়ারতের ছয় চক্কর করার পর সূর্য ডুবে গেলে করণীয়

মাসিক আল কাউসারহজ্জ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি আইয়ামে নহরের শেস দিন তাওয়াফে যিয়ারতের ছয় চক্কর করার পর সূর্য অস্তমিত হয়ে যাওয়ায় সপ্তম চক্করটি সে সূর্যাস্তের পর সম্পন্ন করে। জানার বিষয় হল, এ কারণে তাকে দম দিতে হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না। দম দিতে হবে না। তবে তার উপর একটি সদকা ওয়াজিব। অর্থাৎ একটি সদকাতুল ফিতরের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। প্রকাশ থাকে যে, এ সদকা হারামের বাইরের এলাকায় যেমন এদেশের মিসকীনদেরও দেওয়া যাবে। তবে হারামের মিসকীনদেরকে দেওয়া উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৭৩
  • মানাসিক, পৃষ্ঠা: ৩৯১
  • আলমাসালেক, খন্ড: , পৃষ্ঠা: ৮৭৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৫৮
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬০৮
  • যুবদাতুল মানাসিক, পৃষ্ঠা: ৩৭৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১