তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে করণীয়

মাসিক আল কাউসারহজ্জ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা জানি, তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে অযু করে এসে সাত চক্করের অবশিষ্ট চক্কর দিলেই তাওয়াফ পূর্ণ হয়ে যায়। পুনরায় পুরো সাত চক্কর দিতে হয় না। সেদিন একজন বললেন, তাওয়াফ শুরুর প্রথম তিন চক্করের মধ্যে অযু চলে গেলে অযু করে এসে পুরো সাত চক্কর দিতে হবে। সঠিক মাসআলা কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাওয়াফের তিন চক্কর বা এর কম আদায়ের পর অযু নষ্ট হয়ে গেলে অযু করে এসে পুনরায় শুরু থেকে সাত চক্কর পূর্ণ করা মুস্তাহাব। তবে এক্ষেত্রে অযু করে আসার পর অবশিষ্ট চক্করগুলো করে নিলেও তাওয়াফ আদায় হয়ে যাবে।

আর তাওয়াফের চার চক্কর বা এর বেশি আদায়ের পর অযু নষ্ট হলে উত্তম হল, অযু করে এসে পুনরায় প্রথম থেকে চক্কর শুরু না করে শুধু অবশিষ্ট চক্করগুলো আদায় করা। তবে এক্ষেত্রেও কেউ যদি পুনরায় প্রথম থেকে সাত চক্করই পূর্ণ করে তাহলে সেটিও সহীহ হবে।

সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি যদি বিষয়টিকে মুস্তাহাব হিসেবে উল্লেখ করে থাকে তাহলে তার কথা ঠিক আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ২২০
  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৫
  • কিতাবুল আসল, খন্ড: , পৃষ্ঠা: ৪০৩
  • মাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৯
  • আলবাহরুল আমীক, খন্ড: , পৃষ্ঠা: ১,১৫৭
  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১