ঢিলা-কুলুখ বা টয়লেট পেপার না পেলে করণীয়

ইসলামী জিন্দেগীপবিত্রতা২২ ফেব, ২১

প্রশ্ন

পেশাব-পায়খানা করার পর ঢিলা-কুলুখ না পাওয়া গেলে শুধু পানি খরচ করলে শরীর পাক হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঢিলা-কুলুখ ব্যবহার করা সুন্নত। কারণ, ঢিলা-কুলুখ ব্যবহার না করলে নাপাকী ভালভাবে পরিষ্কার হয় না। তবে যদি ঢিলা বা টয়লেট পেপার না পাওয়া যায়, তাহলে শুধু পানি দ্বারা অঙ্গ ভালভাবে ধৌত করবে এবং হাত মাটিতে ঘষে অথবা সাবান দিয়ে পরিষ্কার করে নিবে। তবে পেশাবের পর সাথে সাথে পানি ব্যবহার করবে না কিছুক্ষণ বসে থাকবে, একটু কাশি দিবে বা অন্ডকোষের নীচ থেকে মূত্রনালীর মাথা পর্যন্ত হালকাভাবে একটু মর্দন করে নিবে তারপর পানি ব্যবহার করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১