টাকার বিনিময়ে মসজিদে ই’তিকাফে বসানো

ইসলামী জিন্দেগীরোজা২০ ফেব, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় সকলে মিলে একজন গরীব লোককে টাকার বিনিময়ে মসজিদে ই’তিকাফ করার জন্য বসিয়ে দেয়। এখন প্রশ্ন হলো টাকার বিনিময়ে ই’তিকাফ করানো জায়িয আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিনিময় নিয়ে ই’তিকাফ করা বা করানো জায়িয নেই। কেননা ই’তিকাফ এটা খালেছ ইবাদত আর ইবাদতের বিনিময় দেওয়া এবং নেওয়া উভয় নাজায়িয। তবে যদি কোন এলাকায় ই’তিকাফ বিনিময় দেওয়া-নেওয়ার প্রচলন না থাকে এবং কোন দরিদ্র ব্যক্তি কোন দুনিয়াবী প্রতিদান ছাড়াই ই’তিকাফ করে। এরপর এলাকার লোকজন তাকে কিছু টাকা-পয়সা দান করে বা হাদিয়া দেয়, তাহলে এই টাকা দেওয়া-নেওয়া উভয়ই জায়িয হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৯৯
  • মাসায়িলে ই’তিকাফ, পৃষ্ঠা: ১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১