টাকা দিয়ে রমযানে এতেকাফ বসানো

মাসিক আল কাউসাররোজা২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় এক রমযানে ইতিকাফের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিল না। অবশেষে মহল্লাবাসী মিলে একজন দিনমজুরকে ঠিক করল যে, সে মসজিদে ইতিকাফ করবে। বিনিময়ে তাকে ঐ দিনগুলোতে কাজ করলে যে পরিমাণ মজুরি সে পেত তাকে তা দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এভাবে টাকা দিয়ে ইতিকাফে বসানোর দ্বারা ইতিকাফের দায়িত্ব আদায় হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিনিময় নিয়ে ইতিকাফ করা বা করানো সম্পূর্ণ নাজায়েয। কারণ ইতিকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া-নেওয়া নাজায়েয। ঐ লোকের ইতিকাফ দ্বারা সুন্নতে মুয়াক্কাদা (কেফায়া) এর দায়িত্ব আদায় হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ৫১
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১১৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪৪
  • মাবসূত, সারাখসী, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৩৭
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২৫
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১