টাই পড়ে নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

অফিসে অনেক সময় টাই বাঁধা অবস্থায় অনেককে নামায পড়তে দেখা যায়। প্রশ্ন হলো-টাই পড়া অবস্থায় নামায পড়লে নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

টাই খৃষ্টানদের জাতীয় পোষাকের অন্তর্ভুক্ত সুতরাং কোন মুসলমানদের জন্য তা পরিধান করা জায়িয নয়।

বিধর্মীদের অনুকরণে কোন পোষাক পরিধান করা সর্বাবস্থায় নাজায়িয। নামাযের সময় এমন পোষাক পরিধান করা জঘন্যতম অপরাধ। অতএব, যে ব্যক্তি এ পোষাক পরিহিত অবস্থায় যে সকল নামায পড়েছে সে নামাযগুলো মাকরূহ হয়েছে। তাওবা-ইস্তিগফার করা উচিত, ভবিষ্যতে এমনটি যেন না হয়। আর ঐ সকল নামায গুলো কাযা করতে পারলেই ভাল।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১