ঝড় তুফানের সময় আযান দেওয়া

ইসলামী জিন্দেগীবিবিধ২৪ ফেব, ২১

প্রশ্ন

অনেক এলাকায় ঝড়-তুফানের সময় প্রায় ঘরেই আযান ও তাকবীর দেয়া হয়। কিন্তু সম্পূর্ণ আযান কেউ ‍দিতে চায় না। যেমন হাইয়া আলাচ্ছালাহ/ হাইয়া আলাল ফালাহ বলে না। এটা কি জায়িয ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রচন্ড ঝড়-তুফানের সময় বা অবিরাম ঝড় বৃষ্টি চলতে থাকলে সুন্নাত ও মুস্তাহাব মনে না করে এমনিই আযান দেয়াটা মুবাহ (জায়িয)। যদি কোন স্থানে প্রচন্ড ঝড়-তুফানের সময় আযান দিতে হয়, তাহলে পুরা আযান দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা:
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১