জুমার সালাত দুইজনে আদায় করা যায় কি?

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায৬ এপ্রিল, ২১

প্রশ্ন

জুমার সালাত দুইজনে আদায় করা যায় কি? এক্ষেত্রে নিয়মটা কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুমআর নামায দুইজনে আদায় করা যায় না। জুমার নামাযে ইমাম ছাড়া কমপক্ষে তিনজন হতে হবে। অর্থাৎ মোট চারজন ছাড়া জুমআর নামায আদায় করা যায় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ২৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৬ এপ্রিল, ২১