জুমা'র প্রথম আযানের পর ব্যক্তিগত কাজ করতে থাকা

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জুমআর প্রথম আযানের পর আমরা অনেকেই খানাপিনা, গোসল, কাপড় ইস্ত্রি, কাপড় ধোয়া, কুরআন তেলাওয়াত ইত্যাদি কাজ করে থাকি। জানতে চাই, আযানের পর এ সমস্ত কাজ করা ঠিক কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুমআর প্রথম আযানের পর অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে মসজিদে যাওয়ার প্রস্ত্ততি নেওয়া এবং মসজিদের দিকে রওনা হওয়া জরুরি। এ সময় গল্পগুজব করা, কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি করা, এমনকি ঘরে বসে কুরআন তিলাওয়াত করা অর্থাৎ জুমআর প্রস্ত্ততিমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজ করা মাকরূহে তাহরীমী। অবশ্য নামাযের প্রস্ত্ততিমূলক কাজ যেমন-অযু, গোসল, কাপড় পরিধান ইত্যাদির সুযোগ রয়েছে।

উল্লেখ্য, আমাদের দেশে জুমআর দুই আযানের মাঝে যে লম্বা সময়ের ব্যবধান রাখার যে প্রচলন রয়েছে তা সংশোধন করা উচিত। দুই আযানের মাঝে অধিক বিরতি না দিয়ে দুই আযানকে আরো কাছাকাছি নিয়ে আসা কর্তব্য।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৪১৯
  • তাফসীরে কুরতুবী, খন্ড: ১৮, পৃষ্ঠা: ৭০
  • আহকামুল কুরআন, থানভী, খন্ড: , পৃষ্ঠা: ৬৪
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৫৬
  • ফাতাওয়া উসমানী, খন্ড: , পৃষ্ঠা: ৫৮০
  • সহীহ বুখারী, হাদীস নং: ৮৭৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১