জুমা' ও ঈদের খুতবা পাঠের সময় ডান-বামে তাকানো

মাসিক আল কাউসারনামায১৫ মার্চ, ২১

প্রশ্ন

আমি জনৈক আলেমকে বলতে শুনেছি যে, জুমআ ও ঈদের খুতবা পাঠের সময় খতীব সাহেবের ডান-বামে তাকিয়ে খুতবা পাঠ করা সুন্নত তরীকা নয়। সুন্নত তরীকা হল, মুসল্লীদের দিকে ফিরে খুতবা পাঠ করা। জানতে চাই, ঐ আলেমের বক্তব্য সঠিক কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, ঐ আলেমের কথা ঠিক। খুতবার সময় মুসল্লীদের দিকে ফিরে খুতবা দেওয়া সুন্নত। বিনা প্রয়োজনে বক্তাদের মতো ডানে-বামে চেহারা ঘোরানো ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ৬৭
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ৮৮
  • উমাদাতুল কারী, খন্ড: , পৃষ্ঠা: ২২১
  • শরহুল মুহাযযাব, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৯
  • মাআরিফুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৫
  • আলমুগনী ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮
  • খুতবাতুল জুমআ ওয়া আহকামুহাল ফিকহিয়্যা, পৃষ্ঠা: ২৬৮
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৪৮
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৯২
  • রওযাতুত তালিবীন, খন্ড: , পৃষ্ঠা: ৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১