জায়নামাযের দু'আ নামে কিছু পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায১৭ মে, ২১

প্রশ্ন

ছোট বেলায় কে যে শিখিয়েছিল জানি না তবে নামাজের শুরুতে ইনি অয়াজ্জাহাতু এটি পড়তাম সম্ভবত কোন কোন মাসজিদের ইমামও পড়তে বলতেন। আজকে একজনের লেখা পড়ে বুঝলাম এর কোন দলিল নেই। তাহলে এতদিন পড়া আমার নামাজ গুলো কি আবার পড়তে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের জন্য তাকবীরে তাহরীমা বলার পর সানা পড়া সুন্নত। ইন্নি ওয়াজ্জাহতু পড়া নয়। তবে যদি কেউ না জানার কারণে পড়ে ফেলে তাহলে তার নামায হয়ে যাবে, কোন সমস্যা নেই। (ফাতওয়া শামী, সালাত অধ্যায়) আপনি যেহেতু জানতেন না। তাই আশা করি আল্লাহ তাআলা আপনার এ অজানা ভুলকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এ কারনে আপনার ইতোপূর্বের কোন নামাযকে পুনরায় পড়তে হবে না।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১