জায়নামায বিছিয়ে নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

ঘরের মেঝেতে জুট ম্যাটস্ বিছানো আছে। শত সাবধানতার  পরেও দেড় বছরে শিশু কণ্যার প্রস্রাব থেকে রেহাই পায়না জুট ম্যাটস। এমতাবস্থায় শুকনা স্থানে জায়নামায বিছিয়ে কি নামায পড়া যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, শুকনা স্থানে জায়নামায বিছিয়ে নামায পড়া যাবে। কেননা নামায সহীহ হওয়ার জন্য শুধুমাত্র পা রাখার জায়গা ও সিজদার জায়গা পাক হওয়া জরুরী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৭১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১