জামা‘আতের কাতার সোজা করার নিয়ম

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

নামাযের জামা‘আতের কাতার সোজা করার নিয়ম কি? অনেকে বলেন যে, আঙ্গুলের অগ্রভাগ লম্বা রেখার সাথে মিলিয়ে রাখলে নামাযের কাতার সোজা হয়। আবার কেউ বলেন, পায়ের গোড়ালী মিলিয়ে কাতার সোজা রাখতে হবে। কোনটি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছফ বা নামাযের জামা‘আতের কাতার সোজা করার নিয়ম হল একজনের টাখনু অপরজনের টাখনু বরাবর এবং একজনের কাঁধ অন্যজনের কাঁধের বরাবর রাখা। আর যদি কোন মসজিদে কাতারের দাগ দেওয়া থাকে, তাহলে দাগের উপর পায়ের গোড়ালী রেখেও কাতার সোজা করা যায়। দাগে আঙ্গুল রেখে কাতার সোজা করা সম্ভব নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮
  • দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৭
  • তাহতাভী, পৃষ্ঠা: ২৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১