জামা‘আতের কাতার সোজা করা কী

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

জামা‘আতের কাতার সোজা করা ওয়াজিব নাকি সুন্নাত?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জামা‘আতের কাতার সোজা করাকে কেউ কেউ ওয়াজিব বললেও নির্ভরযোগ্য মতানুযায়ী নামাযের কাতার সোজা করা সুন্নাতে মু’আক্কাদাহ্। রাসূল c নিজে কাতার সোজা করতেন এবং এ ব্যাপারে খুব তাকিদ দিতেন। এক হাদীসে আছে, প্রিয়নবী c ইরশাদ করেন “তোমরা কাতার সোজা কর অন্যথায় আল্লাহ তা‘আলা তোমাদের চেহারার মধ্যে পরিবর্তন করে দিবেন।” অন্য রেওয়ায়েতে আছে ‘তোমাদের অন্তরের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে দিবেন।’ নামাযের জামা‘আতের কাতার সোজা না হলে ইমাম সাহেবের দ্বায়িত্ব হল, কাতার সোজা করে দেওয়া। প্রয়োজন হলে পিছনের কাতারসমূহ সোজা করার জন্য ইমাম সাহেব কাউকে যিম্মাদারও নিযুক্ত করে নিতে পারেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ৯৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১