জানাযার নামাযে চার তাকবীরের কম দেওয়া

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব জানাযার নামাযে মাত্র তিন তাকবীর বলেই সালাম ফিরিয়েছেন। তাকে জানানোর পর তিনি বলেন, সমস্যা নেই। তাকবীর কম হলে নামায অশুদ্ধ হয় না। কিন্তু মৃতের অভিভাবকগণ এতে সন্তুষ্ট না হয়ে পরের দিন অন্য ইমাম এনে কবরকে সামনে নিয়ে নামায পড়েছে। জানার বিষয় হল, প্রথম জানাযার নামায সহীহ ছিল কি না? আর কবরকে সামনে রেখে দ্বিতীয় নামায পড়া উচিত হয়েছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামাযে চার তাকবীর বলা ফরয। একটি তাকবীর কম হলেও নামায আদায় হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব যেহেতু চতুর্থ তাকবীর না বলেই সালাম ফিরিয়েছেন তাই উক্ত নামায সহীহ হয়নি। এক্ষেত্রে দাফনের পূর্বেই পুনরায় সহীহ তরীকায় নামায পড়ে নেওয়া জরুরি ছিল। যেহেতু পড়া হয়নি তাই পরের দিন কবরকে সামনে নিয়ে জানাযার নামায আদায় করা সহীহ হয়েছে। কেননা জানাযা না দিয়ে দাফন করা হলে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে কবরকে সামনে নিয়ে জানাযা পড়ার বিধান রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১৭৭
  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ১২১
  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ৩০৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৭৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮২
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২,২২৩
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫৮৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২০৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১