জানাযার উৎপত্তি

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২২ ফেব, ২১

প্রশ্ন

মূল জানাযার উৎপত্তি কখন থেকে? ইসলামে জানাযার নামায কখন থেকে শুরু হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামাযের উৎপত্তি আদম D থেকেই শুরু হয়েছে। ইসলামের মধ্যে নবুওতের দশ বছর পর হযরত খাদীজাতুল কুবরা e -এর ইন্তিকালের পর থেকে শুরু হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল-বিদায়া ওয়ান নিহারা, খন্ড: ১০, পৃষ্ঠা: ৯১
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১