জরুরী পরিস্থিতিতে নামায ভাঙা যাবে কিনা

মাসিক আল কাউসারনামায৫ জানু, ২১

প্রশ্ন

আমার আট মাসের বাচ্চাকে খাটের উপর ঘুমন্ত রেখে আমি খাটের পাশে আসরের নামায পড়তে দাঁড়াই। ইতিমধ্যে ঘুম ভেঙ্গে গেলে বাচ্চা কাঁদতে শুরু করে এবং গড়াগড়ি করে খাটের পাশে চলে যায়। এ অবস্থা দেখে নিচে পড়ে যাওয়ার ভয়ে আমি নামায ছেড়ে দিয়ে বাচ্চাকে কোলে নিই।

জানার বিষয় হল, আমার উক্ত নামায ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামায অবস্থায় কাউকে কঠিন বিপদে পড়তে দেখলে এর থেকে তাকে বাঁচাতে নামায ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুকে এ থেকে হেফাযতের জন্য আপনার নামায ছেড়ে দেওয়া ঠিক হয়েছে। পরবর্তীতে ঐ নামায আবার পড়ে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৭
  • আততাজনীস ওয়াল মাযীদ, খন্ড: , পৃষ্ঠা: ৫২৩
  • ইমদাদুল ফাত্তাহ, পৃষ্ঠা: ৪০৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৫৪
  • আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, সামারকান্দী, পৃষ্ঠা: ৬৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ জানু, ২১