জমি চাষ করতে দিয়ে বিক্রি করে দেওয়া

মাসিক আল কাউসারবন্ধক আমানত১৩ মার্চ, ২১

প্রশ্ন

এক ব্যক্তি শহরে থাকে। গ্রামে তার অনেক জমি রয়েছে। তা থেকে কিছু জমি সে এক দরিদ্রকে এক বছরের জন্য চাষ করে খাওয়ার জন্য দেয়। কিন্তু কিছু দিন পর জমির মালিক জমি বিক্রি করে দেয়। এদিকে ঐ জমিতে দরিদ্র ব্যক্তি ধান ক্ষেত করেছে যাতে এখনো ধান হয়নি। এখন ক্রেতা চাচ্ছে ধান ক্ষেত উঠিয়ে দিতে এবং তা উঠিয়ে নেওয়ার জন্য চাষীকে চাপ দিচ্ছে। আমার প্রশ্ন হল, উক্ত অবস্থায় কি জমি ক্রেতা ধান ক্ষেত উঠিয়ে দেওয়ার অধিকার রাখে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত অবস্থায় মালিক যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য ঐ ব্যক্তিকে চাষ করতে দিয়েছে তাই এখন ফসল উঠিয়ে নিয়ে জমি খালি করে দিতে বাধ্য করলে বিক্রেতার জন্য চাষীকে এর ক্ষতিপূরণ দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭০
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৩
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩২২
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৩
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৪৬
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩৯
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৮২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১