জবাইয়ের সময় ছুরির আঘাতে পশুর চোখ নষ্ট হয়ে গেলে করণীয়

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

এ বছর আমরা একটি গরু কুরবানী করেছি। যবাইয়ের জন্য যখন শোয়ানো হল তখন যবাইয়ের পূর্ব মুহূর্তে গরুটি লাফিয়ে উঠে। ফলে ছুরির আঘাতে গরুটির একটি চোখ নষ্ট হয়ে যায়। উক্ত অবস্থায় আমরা গরুটি যবাই করেছি। জানতে চাই, এর দ্বারা আমাদের কুরবানী আদায় হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, গরুটি দ্বারা আপনাদের কুরবানী আদায় হয়ে গেছে। কারণ যবাইয়ের সময় ছুরির আঘাত বা অন্য কোনোভাবে পশুর অঙ্গহানি হলেও তাতে কুরবানীর কোনো ক্ষতি হয় না। বরং এ পশু দ্বারা কুরবানী যথাযথভাবে আদায় হয়ে যায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২১৬
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৭
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১৭, পৃষ্ঠা: ৪৩২
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১